Happy Independence Day 2023 SMS Wishes in Bengali 15Aug Status Quotes

Home » Best Bangla SMS » Happy Independence Day 2023 SMS Wishes in Bengali 15Aug Status Quotes

We are collecting the Bengali happy independence day sms, wishes, status, quotes, Images and more content in the Bengali language. 2023 Independence day celebrations and patriotic wishes for all Indian people. This is the 77th Independence Day of India.

Many freedom fighters left their lives to liberate India. Today’s poems are written on their occasions. Hope all of you will love these bengali independence day (Bangla: স্বাধীনতা দিবস ) poems sms wishes quotes written about our freedom fighters.

happy independence day 2023 in bengali

In this post, you will get independence day and 15th august sms greetings text images of India in bangla and English both font. Which you can easily share with everyone.

Independence Day Speech Bangla: আজ ভারতবর্ষ স্বাধীন, আমরা স্বাধীন ভারতের নাগরিক, একথা বলার উপেক্ষা রাখেনা। এই স্বাধীনতার নেপথ্যে লুকিয়ে আছে অনেক কাহিনী ও ইতিহাস।

স্বাধীনতার চরম উদ্দেশ্য ছিলো জাতীর সর্বাঙ্গীন কল্যাণ ও উন্নতি সাধন করা। সমস্ত বন্ধন ও পরাধীনতা থেকে জাতীকে চিরকালের জন্য মুক্ত করা। এই সর্বাঙ্গীন উন্নতি আনতে হলে সর্বাগ্রে পরাধীনতার শৃঙ্খল কে মোচন করতে হবে। স্বাধীনতা একটা অপূর্ণ্য সত্য প্রতিটি মানুষের জন্য এই স্বাধীনতা চাই, জাতির এবং ব্যাক্তির অখণ্ড জীবনের জন্য। জাতি ও ব্যাক্তিকে সমস্ত বন্ধন হতে মুক্ত করতে পারলে আদর্শ জাতি ও আদর্শ মানুষ সৃষ্টি করা সম্ভব।

তাই বিপ্লবীদের সাহসিকতা ও কঠোর সংগ্রাম এবং নির্ভয় কর্মসূচির মধ্যদিয়ে ভারতবর্ষ ১৯৪৭ সালের ১৫ ই আগষ্ট স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতার পথ কখনোই সহজ ছিলনা, প্রতিটি পদক্ষেপ ছিলো দুর্গম, ভয়ঙ্কর ও অনভিগম্য। তবুও প্রাণের বিনিময়ে তারা জাতিকে দিয়েগেছে এক স্বাধীন ভারত।

Bengali Independence day wishes 2023

Here you will get bangla independence day’s all sms wishes as like, Independence day sms in Bengali, 15 august bangla kobita, bengali poem swadhinata diobsh, shadhinotar kobita bangla, shadhinota dibosh kobita bangla 15 august photo, independence day paragraph in bengali language.

Independence day whatsapp status, happy Independence sms 140 words, Sadhinota dibosh kobita bangla, shadhinota dibosh bangla quotes; happy independence day of India bangla wishes image, independence day bengali paragraph.

77th Independence Day wishes of India in bengali

ব্রিটিশ শাসক লর্ড কার্জন বঙ্গ করিয়াছিল ভঙ্গ
সোনার বাংলা খণ্ডিত হলো বিচ্ছেদি তার অঙ্গ
সারা বাংলায় জ্বলে দাবানল লেলিহান শিখা তার
ব্রিটিশ শাসনে আগুন ধরাতে ছুটিল দুর্নিবার
বিপিনচন্দ্র সুরেন্দ্রনাথ ডাক দিল সকল মানুষকে
বয়কট করো ব্রিটিশ দ্রব্য ভালোবাসো যদি ভারত মাকে
বাংলায় হবে একটি বাঙালি শত সাহেবের যম
ধ্বনিয়া উঠিল তখন গগনে গগনে বন্দে মাতরম।

British shasok lord carson bongo koriyachilo bhongo. sonar bangla khodito holo bichchdi tar ongo, sara banglay jole dabanol lelihan shikha tar, british sasone agun dhorate chutilo durnibar, bipin chondro surendronath dak dilo sokol manus ke, boykot koro British drobyo valobaso jodi bharot make, banglai hobe ekti Bangali shoto saheber jom, dhoniya uthilo tokhon gogone gogone bondematorom.

আঁধারের কালো পর্দা সরিয়ে
শত সহীদের রক্ত ঝরিয়ে
সূর্যের মতো আলো ছিটিয়ে
এলো আজ সেই স্বাধীনতা।
***happy independence day***

andharer kaloporda soriye, shoto sohider rokto jhoriye, surjer moto alo chitiye, elo aj sei swadhinota
*** subho swadhinota dibosh ***

স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে নিলাম
আমাদের প্রণাম তাদের চরণে দিলাম
আজ স্বাধীনতার পূর্ণ্য হলো ৭৩ বছর
শত কোটি প্রণাম নিও হে বীর অধীশ্বর।

shadhinota songramider sorone nilam, amader pronam tader chorone dilam, an sadhinotar purnyo holo 73 bochor, shoto koti pronam niyo he beer odhishwar.
~~~ happy independence day ~~~

Happy Independence Day Sms in Bangla font

দেশ বন্ধু দেশপ্রিয় দেশ প্রাণ শ্বাসমল
তোমাদের জন্যে নয়নের জল
আজও করে টলমল
দেশের আকাশে দেখা যায়না আজ
অযুদ তারকা চন্দ্র
ছিন্ন বিনার তরে বাঁধা সমাজ
কে দেবে বেঁধে ছন্দ।
*** জয় হিন্দ বন্দেমাতরম ***

desh bondhu deshpriyo desh pran shasmal
tomader jonno noyoner jol ajo kore tol mol, deser akashe dekha jayna aj ajud taroka chondro, chinni binar tare badha somaj ke debe bedhe chondo.
****Jai Hind Bondematorom ***

happy independence day in bengali

রাতের কালোয় জোনাকির আলোয়
জুড়াতে যদি চাও প্রাণ,
এসো আমার গ্রামে এসো
সবারে করি আহ্বান,
কাশ বোনের ধারে সন্ধ্যার আঁধারে
যদি চাও ভরাতে মন প্রাণ,
আমার গাঁয়ে এসে শুনে যাও
পাখিদের কলতান।
**জয় হিন্দ, বন্দে মাতরম**

rater kaloy jonakir aloy jurate jodi chao pran, esho amar grame esho sobare kori ahobban, kash boner dhare sondhyar andhare jodi chao vorate mon pran amar ganye ese sune jao pakhider kolotan
~~ Subho Swadhinota Dibosh/Bonde Matarom ~~

তুমি ভারত বীর এগিয়ে চলো
কেনো মরার আগে মরবে বলো!
সাহস আছে তোমার বুকের মাঝে
ঈশ্বর তো তোমার সঙ্গেই আছে,
চলো দিল্লি ডাক দিয়ে
দেশের পতাকা হাতে নিয়ে।
**”” happy independence day  “”**

tumi bharot veer egiye cholo, keno morar age morbe bolo, sahos ache tomar buker majhe, ishwar to tomar songei ache, cholo dilli dak diye, desher potaka hate niye.
**”” happy independence day “”**

আরব সাগরে উঠেছিল ছেচল্লিশের ঝড়
সেই ঝড় ভেঙ্গে দিলো ইংরেজের ঘর,
আজ বিদ্রোহের ইতিহাস স্মরণ করি
শহীদ দের পাদুপদ্যে প্রণাম ভরি।
~~~শুভ স্বাধীনতা দিবস~~~

arab sagare uthechilo checholliser jhor, sei jhar venge dilo Ingres er ghor. aj sei bidroher itihash sboron kori, shoheed der padupodye pronam bhori.
“jai hind / happy independence day“

Independence Day Best Wishes message in bengali

দিনে দিনে বারে ছোটো ক্ষুদিরাম
যখন বয়শ ছয়
মরণের বাণী বিশদ বিধূর
কি কথা ডাকিয়া কয় !
মরণ আসিয়া নিলো কাড়িয়া তার
জনক জননীরে,
মেদিনী পুরেতে বড় হয়েছিল ক্ষুদিরাম
দিদির ছোট্ট নীরে,
মত্ত মাতাল দামাল কিশোর
শোনেনা কারোর কথা
ইংরেজ কেনো শাসক হবে ?
কেনো হবে আমার দেশের বাধ্যনেতা!
বুকে লাগে তার তাই অনিবার
উতকণ্ঠ্যা খুঁজিয়া মরে,
স্বাধীনতার বার্তা পৌঁছে দিয়েছিল
ছোট্ট ক্ষুদিরাম বাংলার ঘরে ঘরে।
***happy independence day***

dhire dhire bare chotto khudiram jokhon boyos choy, moroner bani bisod bidhur ki kotha dakiya koy. moron ese nilo kariya tar jonok jononire, medini purte boro hoyechilo khudiram didir chitto neere. motto matal damal kishor sonena karor kotha, ingress keno shasok hobe? keno hobe amar deser badhyo neta ! buke lage tar tai onibar utkontha khujiya more, swadhinotar barta pouche diyechilo chotto khudiram banglar ghore ghore.
***happy independence day***

স্বাধীনতা হীনতায় কাঁদে শত প্রাণ
কেদে ছিল একা একা বীর ক্ষুদিরাম,
প্রতিবাদ করেছিল হতে নিয়ে বোমা
বিদেশি শাসকগণ তাকে করেনি ক্ষমা,
এখন আমরা অনেক শুনি ক্ষুদিরামের গান
স্বাধীনতা এনে দিতে তিনি দিয়েছিলেন প্রাণ।
~~ জয় হিন্দ বিন্দেমাতর ~~

Swadhinota hinotay kade shoto pran, kedechilo eka eka beer khudiram, protibad korechilo hate niye boma, bideshi shasok gon take koreni khoma, ekhon amra onek shuni khudiramer gan, swadhinota enedite tini diyechilen pran,
~~`jai hind bondematorom’~~

Independence Day Poem in Bengali

অরবিন্দ রবীন্দ্রনাথ কান্ত রজনী কবি
যোগ্য অনলে আহুতি ঢালিল কতযে কথার হবি,
দাও দাও করে জ্বলে সেই আগুন নগরে শহরে গ্রামে
শত বিপ্লবী শপত গ্রহণ করিল দেশের নামে,
সংঘে সংঘে বারিল মানুষ আসলো নবজাগরণ
রাইফেল বোমা রীভালবারের অবিরাম আয়োজন,
চোক্ষে দৃপ্তি বাহুতে শক্তি বীর বিপ্লবী দল
সৈন্য গড়ার অঙ্গীকার হলো ছলো ছলো উচ্ছল।

সবে মিলে একবার জয় হিন্দ বলো
পায়ে পায়ে সকলে দিল্লি চলো,
বুকের রক্ত দিলে দেবো স্বাধীনতা
আজাদ হিন্দ ফৌজের সেই বার্তা,
ইম্ফলে মনিপুরে উড়ালো নিশান
দেশের মহান নায়ক নেতাজী তার নাম।

বর্ষার সময় ঘনঘটা করি আকাশে জমিলো মেঘ
ঘর ঘর চলে ঘটনা চক্র মত্ত তাহার বেগ,
ঝড় উঠে এলো সাগর সর্প ফুসিল হিংস্র ফণা
১৬ই আগস্ট গৃহে গৃহে দিল রক্তের আলপনা,
নগরে নগরে উঠে হাহাকার ভায়ে ভায়ে হানাহানি
এমন সময় কে দেবে হায় শুভ শান্তির বাণী,
অসহায় শিশু কতো পথচারী কতযে নিরীহ প্রাণ
ঘাতকের হতে অজানা আঘাতে হয়ে গেল অবসান।

Subho Shadhinota Dibosh bangla kobita

আগুনে পুরে সোনা হয়ে এলো দেশের কিশোর ছেলে
পরাধীনতার গ্লানি ঘুচাতে প্রাণ দিলো অবহেলে,
বীর ক্ষুদিরাম চাকি প্রফুল্ল স্বদেশের তরে হাসি
কেহ দিলো প্রাণ কেহ নিল করা ক্ষুদিরাম নিল ফাঁসি,
তবু ভারত সেদিন ফেলেনি অশ্রু মরেনি হতাশ শ্বাসে
কবি দিয়েছিল গান বীর দিয়েছিল প্রাণ সেদিনের ইতিহাসে।

স্বাধীনতা তুমি ক্লান্ত কৃষকের মুক্ত কণ্ঠে গান
তোমায় অনিতে লাখো সৈনিক দিয়ে গেছে প্রাণ,
স্বাধীনতা তুমি ভোর সকালে পূর্ব আকাশের রবি
স্বাধীনতা তুমি বীর বিপ্লবীদের কান্না ভরা ছবি,
স্বাধীনতা তুমি বিরাট পৃথিবীতে ছোট্ট একটি পতাকা
তুমি মোদের ভাষা প্রকাশের পরিমাপহীন খাতা।

shadhinota tumi klanto krisoker mukto konthe gan,
tomay anite lakho sainik diye gechen pran
sadhinota tumi bhor sokale purbo akasher robi
swadhinota tumi bir biplobider kanna bhora chobi
swadhinata tumi birat prithibite chotto ekti potaka
tumi amader bhasa prokasher porimaphin khata
~~~ Subho Shadhinota Dibash ~~~
ঝাঁসির রানী কলোয়ার ভীম যত বীর সন্তান
স্বাধীন সমরে বলি দিলো প্রাণ গাহিয়া মরণ গান,
কিন্তু এবারো তস্কর এলো মেঘ আবরণে মায়া
উদয়া চলের তপনে ঢাকিল অস্থাচলের ছায়া,
ঊনবিংশ শতকের শেষে জনম নিল কংগ্রেস
নবীন মন্ত্রে জাগিল ভারত জাগিল আমার দেশ।

Independence Day Bangla Shayari

সূর্য্য মুখির সাধনার মতো চায় স্বাধীনতা সূর্য্য
আপন জীবন তুচ্ছ করে যারা বাজিয়েছিল ধূর্যো,
তারা বরণীয় তারা শ্রদ্ধেয় তারা চির স্বরনীয়
তাদের মাঝে তুমি একজন বাংলার দেশপ্রিয়।

Bengali Independence Day Pic

নীল কর সাহেবদের নানা অত্যাচারে
বিহারের চম্পরণ গেলো ছারে খারে,
এমন সময় ছুটে এলেন গান্ধী মহারাজ
অসহযোগ আন্দোলনে পালালো ইংরাজ,
করেঙ্গে ইয়া মরেঙ্গে তার বাণী আছে আরো
কে না জানে বিয়াল্লিশের ভারত ছাড়ো।

সেনানী তোমরা নাবিক বন্ধু পরাধীনতার কালো
জলতরঙ্গে জ্বালিয়েছিলে স্বাধীনতার আলো,
শৃঙ্খল ভঙ্গার আহ্বানে গোটা দেশে সারা জাগে
বিপ্লব মহা বিপ্লব আসে মুক্তির দোলা লাগে।

অপরাধ কি হবে মোর চাইলে স্বাধীনতা
সাহেব জজ শুনে অবাক অরবিন্দের এই কথা,
দেশকে মা ডেকে ছিলেন ঋষি অরবিন্দ
একথা একজন দেশ প্রেমিকই বলতে পানের
নেই কোনো সন্দেহ।

Happy Independence Day Status bangla

বুকের রক্ত দাও আমি দেবো স্বাধীনতা
লক্ষ্য মানুষ শুনেছিল নেতাজীর কথা,
রক্তে রাঙ্গানো লাল পতাকা দিয়ে
লাল কেল্লাকে সেদিন দিয়েছিল সাজিয়ে,
মুক্তির পথ ধরে দুরাশা কে জয় করে
স্বাধীনতা এসেছিল প্রতি মানুষের ঘরে।

India Independence Day Status bangla

দিল্লি রাজের বাদশা শালায় ভাঙন ধরিল যবে
নবাব রাজায় ভাঙ্গিয়া ভারত ভাগ করেনিলো সবে,
সপ্ত সাগর পার হয়ে আসা রাজ্য শিকারি দল
ভাঙনের চোখে অত পেতে ছিলো বনিকের ধরি ছল,
পর্তুগালের জলদস্যুরা আর ফরাসি ওলন্দাজ
শস্য কুরাতে সৈন্য অনিল ধার্মিক ইংরাজ,
পূর্ব বাংলার সিংহ সিরাজ বসিয়া সিংহাসনে
মুর্শিদাবাদ মসনদ হারে লাঞ্ছিত খনে খনে।

সংগ্রাম চলে সহসা বাধিল প্রথম বিশ্ব যুদ্ধ
নিঃস্ব ভারতে জাগে ক্ষীণ আশা ছিল যাহা অবরুদ্ধ,
যুদ্ধের শেষে চাহিল ভারত ফিরে দাও মোরে দেশ
উত্তর এলো জলিয়নালবাগে শত প্রাণ করি শেষ,
জাগে কংগ্রেস জাগে খিলাফত হিন্দু মুসলমান
অসহযোগের আন্দোলনেতে ঝাঁপ দেয় শত প্রাণ।

Happy Independence Day Greetings in Bangla

ধরিয়া আনিল ব্রিটিশ ভারতে আজাদী সৈন্য দল
নব প্রেরণায় নতুন ভারতে তখন হলো প্রাণ চঞ্চল,
জয় হিন্দ বলি কিশোর জীবন বলি হলো রাজপথে
ব্রিটিশ শুনিল এ কোন শঙ্খ ভারতের জয়োরথে,
চিপ মিনিস্টার মন্ত্রী মিশন এলো লন্ডন হতে
কতো ঘটনা কতো যে কাহিনী কতো কথা কতো মতে।

শত সুরঙ্গ প্রাচীর চারিদিকে মীরজাফরের দলে
পলাশীর পাশে রহিল দাড়ায়ে নিছক কৌতূহলে,
লাল হয়ে গেল পলাশীর মাঠ বীরের রক্ত স্রোতে
স্বাধীন সূর্য ডুবল আকাশে স্বাধীন ভারত হতে,
শত বর্ষ কেটে গেলো হায় অনিদ্রা রজনীতে
একটি স্বাধীন বিদ্যুৎ রেখো জাগে বুঝি ধমনীতে,
লাল কেল্লায় জেগে উঠে বীর বাহাদুর শাহ
সারা ভারতের অন্তরে শুধু পরাধীনতার দাহ।

আপন সত্তা সত্য করিতে মুসলিম আসে ঘিরে
আইনের করিয়া অমান্য তবু কংগ্রেস চলে ধীরে,
নতুন করিয়া কহে মুসলিম চাহি যে পাকিস্তান
ভারতের বুকে পৃথক রাজ্য গরিবে মুসলমান,
কূট চক্রির চক্রান্ত বুঝলোনা তারা কেহ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসিল কপিল বিশ্ব দেহ,
বিয়াল্লিশের ৯ই আগস্ট কংগ্রেস কহে গাও
তৃতীয় পক্ষ এসেছে আজ ভারত ছাড়িয়া দাও।

Happy Independence Day 2023 quotes in Bengali

জার্মান হতে জাপনে সনামে বার্মায় করিল কেন্দ্র
আজাদ হিন্দ এর হলো অভিযান নেতাজী সুভাষচন্দ্র,
পরাজয় মানি নিল জার্মান জাপানও সাথে সাথে
আজাদ হিন্দ ফৌজ ফিরে গেলো হায় পরাজয় নিয়ে মাথে।

jarman hote japane soname bormat korilo kendro
ajad hind er holo obhijan netaji Subhash chandra
porajoy mani nilo jarman japano sathe sathe
ajadhind fouj fire gelo hay porajoy niye mathe
~~~~jai hind~~~~

মেদিনী পুরের গুচ্ছ সংঘে বেড়ে যায় শতনাম
তার মাঝে এলো অরুণ প্রভাতে বিপ্লবী ক্ষুদরাম,
সংঘ চালক সত্যেন্দ্র যেনো অগ্নি মন্ত্রবীর
তাকিয়ে থাকে ক্ষুদিরামের পানে অপলক চক্ষুধীর।
জিজ্ঞাসালেন ক্ষুদিরামকে মরিতে পারিবে তোমার দেশের তোরে ?
ক্ষুদিরাম কহে মরিবার তরে ভয় মোর কভু নাহি করে!
তারাইতে পারি ইংরেজ যদি আমার বাংলা হতে
হাসিবুখে আমি মেনে নেবো মৃত্যু দ্বিধা নাই কোনো মতে।

medinipurer guchcho songhe bere jay shoto nam, tar majhe elo orun provate biplobi khudiram, songho chalok sotyendro jeno ogni montro bir, takiye thake khudiramer pane opolok chokkhu dheer, jiggasilen khudiram ke morite paribe tomar deser tore, khudiram kohe moribar tore bhoy mor kobhu nahi kore, taraite pari jodi ingress amar bangla hote, hasi mukhe ami mene nebo mrityu dbidha nei kono mote,
***Happy Independence Day***

বিরঙ্গনা বীর নারী মাতা মাতঙ্গিনী
কনকলতা প্রীতিলতা রণ রঙ্গিনী,
মরেও মরেনি তারা সবাই তাহা জানে
বুকের রক্ত ঝরিয়েছে তারা দেশের কল্যাণে।

birongona beer rani mata matongini, konok lota pritilota rono rongini, moreo moreni tara sobai taha jane, buker rokto tara jhoriyeche deser kolyane
~~~~ Happy Independence Day ~~~~

15th August Bangla SMS, Quotes, Status, Wishes, Kobita

ভারত ছাড়িয়া গেছে এক বীর ভারতের গৌরব
ভারতের হাতে ফিরিয়া অনিবে ভারতের বৈভব,
লক্ষ্য শক্তি আনিল সুভাষে ধন্য ভারত ভক্ত
ডাকিল সুভাষ কে আছো কোথায় দিয়ে যাও তব রক্ত।

bharat chariya geche ek veer baroter gourob
varoter hate firiya anibe bharoter boivob
lokhyo shokti anilo subhase dhonyo bharot bhokto
dakilo subhas ke acho kothay diye jao tobo rokto.
~~ happy independence day ~~

দিকে দিকে আজ বাজিছে শঙ্খ মঙ্গলিকের গান
গৃহে গৃহে উড়ছে জাতীয় পতাকা হয়েছে দিব্যমান,
তবু কেনো হায় অশ্রু সজল পরান গুমোরি কাঁদে
কতো গৃহে আজ বিষাদের ছায়া হারায়ে সোনার চাঁদে,
শত সহিদের স্মরণ করিয়া করি প্রাণ ভরে নমস্কার
১৫ ই আগস্ট তাহারা দিয়েছে জাতিকে মূল্যবান পুরস্কার।
*** happy independence day 〉 15 august jai hind ***

dike dike aj bajiche shonkho mangoliker gan
grihe ghire urche jatiyo potaka gorje bidyoman
tobu keno hay ashru sajal poran gumori kande
koto grihe aj bisader chya haraye sonar chande
shoto soheeder pronam koriya kori pran bhore nomoskar
15 oi August tahara jatike diyeche mulyoban puroskae
~~~happy independence day ` Jai Hind ~~~

কতো ক্ষুদিরাম দিয়ে গেলো প্রান
কতো প্রফুল্ল চাকী,
তবুও আঁধার এখনও আঁধার
সূর্য ওঠার বাকি……

koto khudiram diye gelo pran, koto profullo chaki, tobuo andhar ekhono andhar surjo othar baki ……

These poems almost became an anthem to drive out the British from our country and bring our freedom home. I love you my India. Wherever I live I came running to you, “Jai Hind Vandemataram”.

Do leave your comments are let us know of how did you like. And don’t forget to share this post with your loved ones, friends, family. Thanks to all.

Read More:

Bengali New Year Sms Wishes Status Quotes

Happy Raksha Bandhan 2023 SMS, Wishes, Quotes, Status in bengali

6 thoughts on “Happy Independence Day 2023 SMS Wishes in Bengali 15Aug Status Quotes”

  1. parfect
    খুব সুন্দর লেখা, মন ভরে গেলো।
    বন্দে মাতরম
    🇮🇳 jai hind 🇮🇳

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top