Sopne Ki Dekhle Ki Hoy কোন স্বপ্ন দেখলে কি হয় জেনে নিন Shopner Folafol

Home » Motivational Tips » Sopne Ki Dekhle Ki Hoy কোন স্বপ্ন দেখলে কি হয় জেনে নিন Shopner Folafol

স্বপ্ন দেখলে কি হয় sopne ki dekhle ki hoy

প্রত্যেক মানুষ অবচেতন মনে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে।  এই সপ্ন নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে।  মানুষ কেন সপ্ন দেখে ? সপ্ন কি ? সপ্নের সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে কি নেই! ইত্যাদি।  তবে আজ সপ্নের কিছু পৌরাণিক বিষয়ে জানবো আগে মানুষ কি ভাবত এই সপ্নকে কেন্দ্র করে।  আর এখনও অনেক মানুষ আছেন যারা সপ্নের বিশ্বাসী।  আর স্বপ্নকে সত্যি করার এবং দুঃসপ্ন থেকে মুক্তি পাওয়ার জন্যও অনেক উপায় অবলম্বন করে থাকেন।

kon sopno dekhle ki hoy কোন স্বপ্ন দেখলে কি হয়
Kon Sopno Dekhle Ki Hoy

আজ আমরা জেনে নেবো সেই সব অতীত যুগে মানুষরা কি ভাবে স্বপ্নের রহস্য ও তার ব্যাখ্যা করতো।  স্বপ্নে কোন জিনিসটি দেখলে কি হয় এবং কি করে তার প্রতিক্রিয়া ও ফলাফল পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানব।  একজন মানুষ ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেন।  তাই অনেকই স্বপ্ন দেখেই ঘুমের মধ্যেই হেসে ওঠেন।  আবার ভয়ংকর কোন স্বপ্ন দেখলে হঠাৎ করে ঘুম ভেঙে যায়।  অনেকেই আবার বলেন পরবর্তীকালে স্বপ্ন বাস্তবে পরিণত হতে দেখেছেন।

অনেকে শুভ-অশুভ হিসাবে স্বপ্নকে ভাগও করেন।  স্বপ্নের মধ্যে নানা বিষয়বস্তুর আনাগোনা চলে, সবাই স্বপ্ন দেখেন কিন্তু এর মানে খুঁজে পান না।  কেন তিনি এমন স্বপ্ন দেখলেন, তা ভেবে বের করতে পারেন না।  কিন্তু আপনি কি জানেন যে প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা মানে রয়েছে, তাই আজ এমনই কিছু স্বপ্নের ফলাফল আপনাদের সামনে তুলে ধরা হলো।  চলুন জেনে নেওয়া যাক।

স্বপ্ন কি ? সপ্ন বলতে আমরা কি বুঝি ? সাধারণ ভাবে সপ্ন কাকে বলে?

আমাদের মনের ইচ্ছা যা আমরা সকলের কাছে প্রকাশ করতে পারিনা বা যেসব কথা সবার কাছে সহজে বুঝিয়ে বলতে পারিনা অথবা অবচেতন মনে অনুভব করা সেই সুপ্ত বাসনা ও সুক্ষ ঘটনা গুলো যা ঘুমের মধ্যে অনুভূত হয়, এর পর একলা মনে ভাবায়িত হতে থাকে সারাদিন যাবৎ, গুলোকে এক অর্থে আমরা স্বপ্ন বলতে পারি।

Kon Sopno Dekhle Ki Hoy ? (স্বপ্নের ফলাফল)

স্বপ্নে প্রজাপ্রতি দেখলে – projapotir sopno dekhle ki hoy: আপনি যদি স্বপ্নে প্রজাপতির দেখা পান তাহলে বুঝতে হবে অনেক ভালো কিছু অপেক্ষা করছ আপনার জন্য এবং আপনার জীবনে নতুন কোনো ব্যক্তি আসতে চলেছে।  সেটা হতে পারে ভালো কোনো বন্ধু বান্ধবী, বা প্রেমিক প্রেমিকা

স্বপ্নে কালো বিড়াল – sopne kalo beral dekhle ki hoy: যারা কালো জাদু চর্চা করেন তাদের কাছে কালো বিড়াল অনেক গুরুত্বপূর্ণ।  কালো বিড়াল দেখার অর্থ হলো আপনার জীবনে কোনো গুরুতর অমঙ্গল ঘটেতে চলেছে। এমনকি সেই অমঙ্গলের কারণে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

কারো সাথে ঘনিষ্ঠ হলে স্বপ্নের মধ্যে – sopne karo sathe ghonisto: কারো সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখলে বুঝবেন যে আপনি নিঃসঙ্গতায় ভূগছেন।  তখন আপনার মনের অবদমিত ইচ্ছাগুলো আপনার স্বপ্নের রূপে ধরা দেয়।

[quads id=1]

উপর থেকে পড়ে যাওয়া – upor theke pore jaoa sopno: অনেকেই স্বপ্নের মধ্যে দেখেন যে উপর থেকে পড়ে যাচ্ছেন, আসলে জীবনে প্রেম, ভালোবাসা, চাকরি, কেরিয়ার, পরিবার বন্ধুবান্ধব নিয়ে যারা নিরাপত্তাহীনতায় ভোগেন তারা এ ধরনের স্বপ্ন দেখেন। স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখার আরেকটি অর্থ হলো কাজে অবনতি ঘটা।

স্বপ্নে মাছ দেখা – macher sopno dekhle: স্বপ্নে মাছ দেখা সৌভাগ্যের লক্ষণ আর স্বপ্নে যদি দেখেন মাছ ধরছেন তাহলে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে মাছ হাত থেকে পিছলে গেলে বুঝতে হবে টাকা আসলেও তা আপনার কাছে থাকবে না।

স্বপ্নে কুকুর দেখলে – kukurer sopno dekhle: অনেক সময় আমরা স্বপ্নের মধ্যে কুকুর দেখি তবে স্বপ্নে কুকুর দেখলে বুঝতে হবে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হতে চলেছেন।

মৃত্যুর স্বপ্ন – moroner sopno dekhle ki hoy: স্বপ্নে মৃত্যু দেখার অর্থ ও দীর্ঘজীবী হওয়া অসুস্থ ব্যক্তির মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ হলো শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি।

সাপ বা সর্প – snake sopno dekhle ki hoy: স্বপ্নে সাপ দর্শন পৃথিবীর বহু সংস্কৃতিতেই অশুভ লক্ষণ বলে মনে করা হয়।  স্বপ্নে সাপ দেখার অর্থ হলো আপনার আশেপাশে অনেক শত্রু রয়েছে যারা আপনার ক্ষতি করতে পারে।

আরও বিস্তারিত জেনে নিন সাপের স্বপ্ন দেখলে কি কি হয়?

স্বপ্নে বিয়ে – biyer sopno dekhle ki hoy: স্বপ্নে অন্যকে বিয়ে করতে দেখলে আপনার পরিচিত কারো বিয়ের খবর আসতে পারে। আর স্বপ্নে নিজের বিয়ে হতে দেখলে রেডি থাকুন কারন খুব শীঘ্রই আপনার বিয়ের ফুল ফুটতে চলেছে।  তাহলে আর দেরি কেন এই সুখবর উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়ানো যেতেই পারে।

[quads id=1]

স্বপ্নে সেলিব্রেটির দেখা পাওয়া: যদি স্বপ্নে কোন সেলিব্রেটির সঙ্গে আপনাকে দেখতে পান অথবা কোনো সেলিব্রিটির সাথে আপনার সাক্ষাৎ হয়, তাহলে বুজতে হবে আপনি খুবেই উচ্চাকাঙ্খি এবং আপনি নিজের আরো বেশি পরিচিতি অপ্রচার চান।

স্বপ্নে ডুবে যাওয়া দেখলে – sopne nodi, dube jaoar sopno: যদি কখনো দেখেন আপনি জলে ডুবে যাচ্ছেন তাহলে সতর্ক থাকুন।  সামনে অনেক বিপদ আসতে পারে।  যা আপনার অসুখী থকার কারণ হতে পারে।

পিছনে ধাওয়া করা – pichone tara korar sopno: স্বপ্নে যদি দেখেন কয়েকজন আপনাকে ধাওয়া করছে আর আপনি প্রানপনে ছুটছেন, আর আপনার নিঃশ্বাস প্রশ্বাসে বাঁধা আসছে তাহলে সেই স্বপ্নের অর্থ দীর্ঘদিন ধরে ঝুলে কোন সমস্যার সমাধান আপনি এবার নিজেই করবেন।

স্বপ্নে ঘুম থেকে দেরিতে ওঠা – sopne deri kore otha: স্বপ্নে যদি আপনি দেখেন যে ঘুম থেকে দেরিতে উঠছেন, তার মানে আপনি আপনার কাজ নিয়ে অতিরিক্ত চাপে রয়েছেন বা বেশি ভাবছেন যা আপনার শরীরের পক্ষে ঠিক নয় তাই কিছুদিন ছুটি নিয়ে কোথাও থেকে বেরিয়ে আসুন।

দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন দেখলে – dant venge jaoar sopno: অনেকে স্বপ্নের মধ্যে দেখেন যে তার দাঁত খুলে পড়ে যাচ্ছে।  তার মানে খুব তাড়াতাড়ি আপনার জীবনে এমন কোন ঘটনা যা তার আত্মবিশ্বাস কমিয়ে দিবে।

গরুর স্বপ্ন দেখলে – gorur sopno dekhle: স্বপ্নে গরু দেখলে সম্পদ প্রাপ্তির সম্ভাবনা থাকে আর যদি মরা গরু দেখেন তাহলে সম্পদ হাতছাড়া হবে।

স্বপ্নে কোনো ফুল দেখলে – Fuler sopno dekhle ki hoy: যদি আপনার কোনো স্বপ্নে ফুল ফোটে অর্থাৎ স্বপ্নে ফুল ফুটে দেখেন তাহলে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে, আর যদি শুকিয়ে যাওয়া ফুল দেখেন তাহলে জীবনের কোন অধ্যায়ের শেষ হতে চলেছে।

ফল বা ফলভর্তি গাছের স্বপ্ন – foler ba foler gacher sopno: স্বপ্নে ফল বা ফলভর্তি গাছ দেখলে অর্থ প্রাপ্তি হয়। সুখ সাচ্ছন্দ ফায়ার আসবে, জীবনে বলো কিছু ঘটতে পারে।

পরীক্ষার লিখতে না পারার স্বপ্ন – porikhay likhte na parar sopno: যদি আপনি স্বপ্নে দেখেন যে যে পরীক্ষায় লিখতে পারছেন না তাহলে আপনাকে বুঝতে হবে কাজের চাপ আপনাকে কোথাও না কোথাও মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে।

[quads id=1]

কাক বা কোনো কালো রঙের পাখি – kaker & kalo pakhir sopno dekhle ki hoy: যদি কোনো কাক আপনার স্বপ্নে আবির্ভূত হয় তাহলে বুঝতে হবে যে কারো মৃত্যু ঘটতে চলেছে। যদি অন্য কোন কালো রঙের পাখি দেখতে পান তাহলে আপনার নিকট আত্বীয়ের মৃত্যু ঘটতে পারে।

অপমানিত হওয়া – opomanito hobar sopno dekhle: স্বপ্নে নিজেকে অপমানিত হতে দেখেছেন তাহলে সাবধান যাদের সঙ্গে প্রায়ই আপনি মেলামেশা করেন চোখ কান খুলে তাদের সঙ্গে সম্পর্ক রাখুন।  স্বপ্নই আপনাকে ইঙ্গিত দিয়ে গেল হয়তো আপনি তাদের কাছে অপমানিত হবেন।

দুর্ঘটনার স্বপ্ন দেখলে – accident er sopno dekhle: কোনো দুর্ঘটনার স্বপ্ন দেখলে যে দুর্ঘটনায় পড়তে হবে এমনটা নয়, তবে নানা কারণে চোট বা আঘাত পেতে পারেন। তবে চিন্তার কিছু নেই দ্রুত সেই সমস্যা মিটে যাবে।

স্বপ্নে আইনজীবী বা বিচারক হন – sopne jodi apni bicharok hon: নিজেকে যদি কখনো আইনজীবী হিসাবে স্বপ্ন দেখেন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে।  সঠিক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেন আপনি। সাফল্যের সঙ্গে খ্যাতিও নিশ্চিতভাবে অপেক্ষা করে রয়েছে।

রাগ রাগি করার স্বপ্ন – rager sopno dekhle: স্বপ্নে যদি কারো উপর রেগে যান তাহলে মনে রাখুন বাস্তবে তিনি আপনার সবচেয়ে প্রিয় বন্ধু।

গাধা বা এ জাতীয় কোনো প্রাণী – kono prani ba gadhar sopno: ঘুম থেকে উঠে যদি মনে পড়ে রাতে আপনি স্বপ্নে গাধা বা এরকম কোনো প্রাণী দেখেছেন তাহলে জেনে রাখুন গাধা এক্ষেত্রে একটি ইতিবাচক প্রতীক।  কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অনেক প্রতিকূলতা টপকে এবার সফল হতে চলেছেন আপনি।

কোনো বাচ্চা বা শিশুর স্বপ্ন দেখলে – bachacha shisur sopno dekhle: স্বপ্নে কোনো বাচ্চার সেবা করলে আপনার জীবনে তা দুর্ভাগ্য ডেকে আনতে পারে।  আবার সবচেয়ে কোন অসুস্থ শিশুকে দেখা এতে পরিবারের কোনো সদস্যের মৃত্যু হতে পারে।

পাখির স্বপ্ন – pakhir sopno dekhle ki hoy: আপনার স্বপ্নে কোনো পাখির দেখা মিললে অথবা  স্বপ্নে পাখি উড়তে থাকা দেখলে সেটি দুর্ভাগ্যের প্রতীক হয়ে উঠতে পারে।

উঠের স্বপ্ন দেখলে – uther sopno dekhle: এরকম স্বপ্ন দেখলে  বড়োসর বোঝা চাপতে পারে আপনার কাঁধে, এবং মানসিক চাপ অনুভব করতে পারেন।  কিন্তু নিজের থেকেই প্রায় পুরোটাই সামলে নিতে পারবেন।

মেঘের স্বপ্ন দেখলে – megher sopno dekhle: স্বপ্নে মেঘ দেখার অর্থ হলো একরাশ হতাশা আর দুঃখের মধ্য দিয়ে আপনার সময় কাটবে।

স্বপ্নে ঈশ্বরের দেখা পেলে – sopne bhogobaner ba ishwar er dekha: পৃথবীর প্রত্যেক মানুষেই ঈশরেরে সানিধ্য পেতে চায়।  যদি আপনি স্বপ্নে ঈশ্বরকে দেখতে পান তাহলে আপনি খুবই ভাগ্যবান। কম মানুষেরই এধরেন সপ্ন দেখার সৌভাগ্য হয়।  এটি চূড়ান্ত সাফল্যের ইঙ্গিত।

স্বর্গ দেখলে – sopne shwargo dekhle: স্বপ্নে স্বর্গ দেখার অর্থ হলো আপনার বাকি জীবন আনন্দ দায়ক হবে।  এবং শান্তির মৃত্যুর ইঙ্গিত বহন করে আনে এই ধরেন সপ্ন।

খুনের স্বপ্ন – sopne khun kora dekhle: স্বপ্নে কাউকে খুন করতে দেখেছেন তার মানে আপনি ভুল বা খারাপ পথে হাঁটছেন। যা আপনার মনকে অশান্ত করে রাখে এবং অস্থিরতা অনুভব হয়।

গর্ভবতী হওয়ার স্বপ্ন: স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখা এর মনে হলো আপনার মধ্যে নতুন কোনো জীবনী শক্তি বা ধারণার সৃষ্টি হয়েছে।  যার ফলে আপনার জীবনে নতুন কোনো মোর আসতে পারে। যা আপনাকে নতুন দিকে পরিচালিত করবে।

ভুতের স্বপ্ন দেখা – bhuter sopno dekhle ki hoy: স্বপ্নে ভূত দেখার অর্থ হলো আপনার জীবনে কোনো প্রতিকূলতা দেখা দিতে পারে।  আপনার শত্রুরা আরো শক্তিশলী হয়ে উঠবে।

সুন্দর্যের স্বপ্ন – kono soundorjer sopno dekhle: স্বপ্নে কি আপনাকে দারুন সুন্দর দেখাচ্ছে। যদিও ঘুমের মধ্যে এ সপ্ন আপনারই ক্ষতি করবে।  সাময়িকভাবে সুন্দর হয়ে ওঠার আনন্দ হবে ঠিকই। কিন্তু দুর্বল ও অসুস্থ হয়ে পড়ার ইঙ্গিত। আর স্বপ্নে নিজেকে অতিরিক্ত সুন্দর দেখার অর্থ খারাপ কিছু ঘটতে চলেছে।

যুদ্ধ করার স্বপ্ন – sopne jodhdho kora dekhle: যদি স্বপ্নে আপনি যুদ্ধো দেখেন তাহলে বাস্তব জীবনে খুব তাড়াতাড়ি বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বা মারামারি করতে পারেন তারই ইঙ্গিত দিচ্ছে এ স্বপ্ন।

স্বপ্নে খেতে দেখলে – sopne khete dekhle: স্বপ্নের মধ্যে খেতে দেখলে বাস্তবে খাদ্য অভাবে ভুগতে পারেন।

ভূমিকম্প – bhumi komper sopno dekhle ki hoy: স্বপ্নে ভূমিকম্প দেখলে কর্মক্ষেত্রে এবং ব্যবসায় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

গ্রহণ লাগার স্বপ্ন দেখলে : স্বপ্নে গ্রহণ লাগলে দেখলে আপনার আশাতেও গ্রহণ লাগতে পারে মৃত্যুর হাতছানি খারাপ কিছু হাতছানির ইঙ্গিত এই স্বপ্ন।  বন্ধু হয়ে উঠতে পারে বিশ্বাসঘাতক

স্বপ্নে হাতি দেখলে – hatir sopno dekhle ki hoy: স্বপ্নে হাতি দেখা সুস্বাস্থ্য, সাফল্য, শক্তি ও প্রতিভার ইঙ্গিত প্রদান করে।  যা মানব জীবনের জন্য একটি ভালো লোক্ষণ।

আগুনের স্বপ্ন দেখা – agun lagar sopno dekhle: স্বপ্নে আগুন দেখা সুস্বাস্থ্য এবং আনন্দের  প্রতীক।

স্বপ্নে বন্যা দেখলে – sopne bonya dekhle: যদিও সাধরণ মানুষ এমন স্বপ্নকে দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করেন। স্বপ্নে বন্যা দেখলে ব্যবসায় সাফল্য আসে।

মা এর স্বপ্ন – sopne make dekhle: স্বপ্নে মাকে সুস্থ ভাবে দেখার অর্থ আপনি সম্পদশালী।  আর স্বপ্নে মা হারিয়ে যাওয়া  মানে মা অসুস্থ হতে পারেন।

বৃষ্টির স্বপ্ন দেখলে – sopne bristi dekhle: স্বপ্নে বৃষ্টি হতে দেখা মানে নতুন কিছু পাওয়ার পূর্বাভাস।

অব্যবহৃত ঘরে নিজেকে দেখা: কোন বাড়ির একটি অব্যবহৃত ঘরের মধ্যে দেখা আপনার চরিত্রের আলাদা দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে।  একটি অব্যবহৃত ঘর দেখা মানে আপনার মধ্যে এমন এক বৈশিষ্ট্য বা গুণ আছে যেটি সমন্ধে আপনি আগে কখনোই জানতেন না।

অনিয়ন্ত্রিত গাড়ি : এই ধরণের স্বপ্নের মানে একটি নির্দিষ্ট উদেশ্য রয়েছে আপনার জীবনের। তবে সফলতা অর্জনের জন্য আপনার নিজের প্রতি নিয়ন্ত্রণ নেই।

স্বপ্নে উড়ছেন – orar sopno dekhle ki hoy: স্বপ্নে উড়তে দেখা মানে বর্তমান অবস্থা থেকে নিজেকে মুক্তি দেওয়া।  কোন অবস্থায় হয়তো আপনি আটকে গেছেন যেখান থেকে নিজেকে মুক্তি দিতে পারছেন না! এরকম প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারেন।

টয়লেট খুঁজে পাচ্ছেন না: টয়লেট জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  এর মানে হলো জীবনের প্রয়োজনীয় জিনিসের জন্য আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।

স্বপ্নে মৃত মানুষ দেখা – sopne mrito manus dekhle: স্বপ্নে মৃত মানুষ দেখা মানে আবেগের জগতে আপনার টানাপোড়েন চলছে।

আপনার ভালবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাচ্ছে – sopne valobashar muns chere jaoa: এর অর্থ ভালোবাসার জগতে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।  নিজেকে নিজের সঙ্গীর উপযুক্ত বলে মনে হচ্ছে না আপনার এবং আপনাকে একা মনে হবে।  নিজের প্রতি বিরক্ত বোধ হতে পারে।

[quads id=1]

কোন ফাঁদে আটকে পড়া স্বপ্ন: এ ধরনের স্বপ্নের অর্থ এমন কোন পরিস্থিতিতে আপনি আটকে পড়েছেন যেখান থেকে মুক্তি কোন উপায়ে আপনি দেখতে পাচ্ছে না।

মাকড়শার স্বপ্ন – makorsar sopno dekhle ki hoy: মাকড়শার সপ্ন দেখতে পাওয়ার অর্থ নেতিবাচক চিন্তার বিরুদ্ধে আপনাকে রক্ষা করার মত কোন শক্তি আপনার জীবনে রয়েছে।

স্বপ্নে নিজেকে নগ্ন দেখা: যখন সমাজে নিজের অবস্থান বা লোকে আপনাকে নিয়ে কি ভাবছে এ বিষয়ে আপনি অতি সচেতন হন তখনই এ ধরনের স্বপ্ন দেখার প্রবণতা বাড়ে।

সপ্ন হাঁস দেখা – haser sopno dekhle ki hoy: সপ্নে হাঁস দেখলে সুন্দর কোনো জিনিসের সম্মুখীন হবেন। যেটা আপনার খুব প্রিয় জিনিস সেটা পেতে পারবেন।

স্বপ্নে যান বাহন দেখলে – sopne jan bahon dekhle: স্বপ্নে আমরা অনেক কিছুই দেখে থাকি।  স্বপ্নে দেখার বস্তু গুলির কোনো শেষ নেই। যেমন ধরুন স্বপ্নে যান বাহন, ট্রেন, জাহাজ, নৌকা প্রভিতি দেখে থাকি। এগুলি স্বপ্নে দেখা মানে আপনার ভালো কিছু হতে চলেছে।  আপনি খুব তারা তারি ভ্রমণের জন্য কোথাও যেতে পারেন।  সেটা অনেক দূরের কোথাও বা কাছ কাছাকাছি হতে পারে।

Read More Bangla Good Morning SMS – শুভ সকাল এস এম এস কবিতা ও ছবি

বাদামের উপকারিতা সম্পর্কে কিছু টিপস জেনে নিন | Benefits of nuts tips in bangla

হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির সহজ কৌশল – way to get rid of frustration and thinking Tips in bangla

বুদ্ধিমত্তা এবং ব্রেইন এর স্মৃতিশক্তি বাড়ানোর উপায় » If You Want To Be Intelligent in Bangla

35 thoughts on “Sopne Ki Dekhle Ki Hoy কোন স্বপ্ন দেখলে কি হয় জেনে নিন Shopner Folafol”

 1. Sopne ami manus khun korchi ata dekhle ki hoy. . Ata dekhar mane ki… Ai nie 2 bar dekhchi….Vaia plzzz aktu bolle upokar hoy

  1. মো: কামরুজ্জামান স্বপন

   আপনি এই দুনিয়ায় নিশ্চিত থাকতে পারবেন না। আপনি যেকোন সময় কবরবাসী হয়ে যাবেন। বেশী বেশী করে আমল করুন। ভাল কাজ করুন। সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকুন। ৫ ওয়াক্ত নামাজ পড়ুন।

  2. Shabnamhena

   Upore deya ache ae shopner ortho…j apni vul pothe jacchen r apni osthir thaken Mon shanto Thake na

 2. Ami sopne dekhci amar date poka lagce. Onek brush korarporeo . Tar mane ki???? R pry pry Dekhi Ami onek upor theke,kono kata jukto kono jaigar upore pore jacchi kintu pori Na tar age ghum venge jai

  1. Ami dekhsi ami amar family nia zoo te ghurte giasi.2 rta bagh khacha theke ber hoe amader tara korse amra sobai bachar jonno dorassi.ai sopner mane ki?

  2. Shopne boro vai er chele hote dekha chele hyse kawk na jananor ba lukanor moto dekhle er ortho ki??

 3. ami dekhsi kono ek vabe mara gesi e sowpno dekhar por e ghum bhege geese onek jor ashca er mane ta ki

  1. Ashraful Makhlukat

   Apnr sopner bekkha hlo,
   ai je! apni dirghojibi hben,
   r jody osustho thaken taile khub taratari sustho hoye utben,,
   prokito allah valo janen,

 4. Ami deksi ekta sada oo ekta kalo kukur oo ekta sada kukur, amay oo amar vai ke dhaua korche ,amra jekhane palie jacchi kukur duti sekhanei pouche jacche.er bekkha ki

  1. Bhai amio kukur dekhsi kintu kukur gulo chute ese amr ar amar bondhr pichone kete dilo tarpor bari ese kichukkhin por aaynar samne gie dekhi ar chokher moni sada hoye gese ar amr mukhta ekta rakkhos er moto hoye gese. Tarpor ghum venge Jay. 😰😰

 5. আমি স্বপ্নে দেখছি আমার নিজেরই বিয়ে হচ্ছে আমার হাসবেন্ডের সাথে। সেদিন আমি দুইটা বিশাল সাইজের স্বর্ণের গলার হার পেয়েছি এবং ব্যাগে লুকিয়ে রেখেছি।

 6. SRAYA DEBNATH

  ami sopne dekh6i j amar lifepartner er sathe ami notun barite eschi jekhane akta kukur bose but ok khete dite cheeo ami par6ina,r 2jonmrito trantik..tader hutkore udhao hoiajawa..1000 bo6orer mrito bole ghosito houa,,tader sap khoja,hut kore osonkho sap kilbil kore asa 6otoboro..sai dekhe amar palanor chesta…akta mangso pindo ku pukure 6ure felle.. tara jol e jhap dai ami dure darai dekh6i akta vasoman pathore…esob er mane ki?
  please bolun

 7. Soumen Chakraborty

  Ami sopne dekhlam amar baba amake vul bujeche ar ami baba ke dhakka diechi eta r mane ki please ektu bolun.

 8. Ami sopno the dekhlam Ami hs exam dite gechi ar sit kujchi kintu sit kuje pacchi lam na pore sit khuje pelam pore Ami Amar admit card and registration card nite bhule gechi ta dekhle ki hoy

 9. Jit Kumar Das

  আমি আমার এক বান্ধুর মৃত বাবাকে আবার মারা যাবার খবর পেয়েছি আর সেই খবরটা বন্ধুকে দিতে যাচ্ছি আর তখন আমার ঘুম ভেঙে গাল, এটা কিসের সংকেত ।

 10. Priyanka majumdet

  Amar dadu mara geche kintu ami sopne dekhchhi amaader sate bose kotha bolchhe etar mane ki ?? Eki sate ekta rupor paa rupor toiri paki pathor bosano k jeno dichhe bolche gourikund er er mane ki???

  1. Umme kulsum

   Ami shopne deklam amr shate 1 ta jin cheler shate biye holo,jin chele ta amk onk valobashe..ora ma, chele 2 jn.oder k ami chara r keo dekhena.. Ey shopner mane ki?? ektu doya kore pls bolben..ami onk dush-chintay achi..

 11. রবিন খান

  সপ্নে বন্ধুর স্ত্রী কে বিয়ে করতে দেখলে কি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top