Here you get new bengali good night sms, bangla (শুভ রাত্রি) good night Shayari quotes, Suvo Ratri SMS, Bangla good night message in bangla font. And you can also get more bengali good night photos শুভ রাত্রি কবিতা greetings card pictures. You can easily give it to your loved ones. such as girlfriend boyfriend lover family best friend everyone.

Bengali Good Night SMS Messages Collections
to make the night more beautiful these messages are enough for you. I hope you do not need to find bangla good night sms anywhere else. Here the message and poems of the night are beautifully arranged for you Which are will win your mind.
You will able to find good night related all sms messages quotes such as good night in bengali english, bengali good night scrap, good night image in bengali language, suvo ratri sms in bengali, bengali good night shayari download, shubh ratri sms in bengali, bengali good night sms 140 words, good night bangla image free, bengali good night shayari, good night image in bengali language, shubh sandhya sms in bengali.
Good Night Shayari in Bengali
All good night messages are available in bengali font and bangla language. So you will not have any problem to understand. hope all of you like these beautiful sms collection. thank you.
রাত্রি মানে একলা ঘরে
স্মৃতির ছবি আঁকা
রাত্রি মানে একফালি চাঁদ
আকাশেতে বাঁকা
রাত্রি মানে হৃদয় কোনে
স্মৃতির আনা গোনা
রাত্রি মানে ঘুমিয়ে থেকে
স্বপ্নের জাল বোনা।
good night suvho ratri
আলোর আকাশ কালো হলো
নেমে এলো রাতি,
ঘরে ঘরে জ্বলে উঠলো
সাঁঝের প্রদীপ বাতি,
হীজল বনের ভিতর থেকে
বিধুর হাঁসি মুখ,
যত দেখি ততই মেলে
মনে খুশির সুখ।
__শুভ রাত্রি গুড নাইট__
ঘুমের পরি বললো এসে রাত হয়েছে অনেক, মুছে ফেলো আছে যত আছে মনে আবেগ, ঘুম পারানি গান সুনিয়ে পারাবো তোমায় ঘুম, চারিদিকে ঝি ঝি ডাকে আকাশটা নিঝুম, ~~ শুভ রাত্রি ~~
আমার আলো তোমায় দিলাম
মনের কালো মুছিয়ে দিলাম,
ছন্নছাড়া জীবন তোমার
আমার হৃদয়ে মিলিয়ে নিলাম,
ভালোবাসি তোমায় আমি
এই কথাটি জানিয়ে দিলাম।
Suvho Ratri Good Night
কোনো এক সন্ধ্যায় যদি
দেখা হয় তোমায় আমায়!
ফুলের গন্ধ মাখা স্মৃতির
অঝোর বৃষ্টি ধারায়।
__শুভ রাত্রি__
Bengali Good Night Scrap
সেজে উঠুক তোমার আকাশ
নিয়ে আসুক শান্তি
মনে জ্বলুক খুশির আলো
মিলিয়ে যাক ক্লান্তি
চোখে খুঁজে পাক স্বপ্ন ভরা
মিষ্টি শুভ রাত্রি
__good night___
রাতের আকাশ বইছে বাতাস
জোনাকি দেয় আলো,
রাত হয়েছে ঘুমিয়ে পরো
স্বপ্ন দেখো ভালো।
__Subho Ratri___
রাত শুধু আঁধার নয় একটু থাকে আলো
রাত শুধু খারাপ নয় স্বপ্ন গুলো ভালো।
Subho Ratri Good Night
হটাৎ যদি হারিয়ে যাই
নিভে যায় আলো,
তুমি নিজের খেয়াল রেখো
অনেক থেকো ভালো।
___শুভ রাত্রি___
Read More Bangla Good SMS Shayari Quotes Messages Scrap
তোমার আকাশ মেঘলা হলে
আমায় কাছে ডেকো,
তোমার মনে ঝড় উঠলেও
আমার পাশে থেকো,
মন খারাপের রাত্রি গুলো
আমার কাছে রেখো,
বিনিময়ে সুখময় ভালোবাসা
আঁচল ভরে নিয়ে যেও।
খুঁজে পাবে তুমি আমায়
ভালোবাসার প্রতি রাতে
ভালো করে তাকিয়ে দেখো
দূর আকাশের বাঁকা চাঁদে
__শুভ রাত্রি__
Bengali Romantic Suvho Ratri Kobita
রাতের বেলা আলতো আদর
একটু আমার অধিকার
তোমার হাসিতে মুগ্ধ আমি
অনুভূতি গুলো শুধু ভালোবাসার
__good night__
তুমি আমার কবিতার ছন্দ
আমার গানের কোলি
অনেক তোমায় ভালোবাসি
কেমন করে বলি,
_suvo ratri_
আমার স্মৃতির খুব গভীরে
তুমিই আছো মিশে,
থাকো পাশে জড়িয়ে বুকে
অনেক ভালোবেসে।
_good night_
যামিনী ফুরায়ে নিসুপ্তি কাটিয়ে
হবে নতুন সকাল,
থাকবে পাশে ভালোবেসে
চির অনন্তকাল,
একটু খানি হতে দেবনা
তোমাকে চোখের আড়াল,
_শুভ রাত্রি_
তুমি আছো তাই রাতের অন্তরায়
ঘুম ভাঙ্গানোর প্রতীক্ষায় রয় আঁখি,
তোমার আশা মনের ভাষা
অনেক যতনে রাখি
_good night_
পারি দেবো কূল এনেদেবো ফুল
আর আকাশের চাঁদ
বলো হবো কি আমরা রাজা রানী !
করোনা মন খারাপ এনেদেবো গোলাপ
রাখবনা মনে কোনো খাদ,
প্রেম আমার বড্ড অভিমানী
তুমি আমার আমি তোমার
হব এটা আমরা দুজনেই জানি।
____Suvho Ratri____
তুমি আমার ভোর ঘুম ভাঙ্গানো ঘোর
তুমি আমার পুরো সময়,
তুমি আমার সাথী অন্ধকারের বাতি
নিয়ম মানেনা হৃদয়।
__Good Night_
দূর আকাশের মেঘের ভেলায় চলোনা উরে যাই
বলবো কথা মনে মনে আর ভালোবাসায়,
মিলব মোরা হৃদয় দিয়ে আর চোখের ভাষায়
যেথায় মোদের কাছে আসার কোনো বাঁধা নাই।
≈good night suvo ratri≈
তুমি আমার নীলাকাশ আমি তোমার তারা
সুখ দুঃখ হাসি দিয়ে জীবন মোদের ভরা,
আঁধার কালো আকাশ কোনে তুমি আমার ঊষা
হৃদয় মাঝে আছো তুমি আমার ভালোবাসা,
*** I Love You Dear Sweet Good Night ***
তোমায় নিয়ে স্বপ্ন গুলো
রেখেছি মনের ঘরে
আশা গুলো সত্যি হবে
তোমার আমার মনের নিবিড়ে
দেখা হবে আমাদের
প্রত্যাশার কোনো এক ভরে
___শুভ রাত্রি___
মনে করো তুমি আকাশ সে আকাশে আমি তারা
মনে করো তুমি নদী আমি সেই নদীর ধরা
মনে করো তুমি আলো আমি তার আলো ছায়া
মনে করো রাত্রি আমি তুমি তার নীল চাঁদোয়া
মোহনায় ভেসে যাবো গোধূলিতে মিশে রবো, কখনও মরণ এলেও।
_শুভ রাত্রি good night_
Good Night Quotes in Bengali
সন্ধ্যা বেলার শেষ বিকালে
দুঃখের ভেলা আকাশ কোলে‚
ঝুম ঝুমান্তি বৃষ্টি ধারায়
মনে পড়ে শুধু তোমায়,
বর্ষা শেষে স্মৃতি গুলি
অকারণে চোখ ভেজালো‚
শুভ রাত্রি জানায় তোমায়
রজনী তোমার কাটুক ভালো।
__”good night“___
আমার শত বারণে তোমার কারণে
কাদছে বোবা মন
শুনছে না কথা পাচ্ছে ব্যাথা
তোমায় ভেবে অকারণ
___good night__
মনের আকাশ মেঘলা আমার
বৃষ্টি ধারায় ভেজা,
স্মৃতির পাতায় চোখ বুলিয়ে
ভেবে ভেবে খোঁজা,
_subho ratri_
স্মৃতি গুলো মনের সাথে করে কানাকানি
বেলা শেষে এক মুঠো সুখ খুঁজে আনি,
অনুভূতি গুলো হয়েছে আজ প্রবাসী
এমন সময় তুমিও আমাকে ভাবছো জানি।
__ Good Night __
ওই দূর নীলিমায় পাখিরা মেলেছে ডানা
তুমি আমার ছিলে আপন আজ কত অজানা
খুব জানতে ইচ্ছে করে মনে কি পরে আমায়
স্মৃতির পাতায় প্রতি খাতায় তোমাকে মনে পরে যায়
suvho ratri
যদি আজ নিশিথে ভোরের প্রভাতে
আমি শেষ নিশ্বাস ফেলি
শেষ বারের মতো ছুটে এসো তুমি
ধরে মনের চোরাগলি
__suvho Ratri__
থাকবো আমি অনেক দূরে
দূর আকাশের গায়,
তারার রূপে রইবো আমি
তোমার অপেক্ষায়,
উঁকি দেবো ভোর আকাশে
তোমার জানালায়
ঘুম ভাঙলেই মিলিয়ে যাবো
অসীম সীমানায়।
__শুভ রাত্রি__
দুঃখ ভরা মন আঙ্গিনায় পড়েছে রাতের ছায়া
জড়িয়ে আছে বেদনা ভরা অনেক স্মৃতি মায়া
তুমি আমার আপন মানুষ অনেক কাছের ছিলে
ছেরেই যদি যাবে চলে কেনো ভালো বেসেছিলে!?
সুখে থেকো শুভ রাত্রি
বাদলের ধারা নেমেছে অঝোরে
সূর্য মেনে নিয়েছে হার,
দিনের আলো মিলিয়ে গেছে
ভুবন জুড়ে শুধু আঁধার,
হৃদয়ে রয়েছে অনেক আশা
দুচোখে স্বপ্ন আঁকা হাজার,
একলা মনে আপন খেয়ালে
ভেবে করে দেবো রাত্রি পার।
_Good Night_
আজ তুমি নেই সাথে
ঘুম আসেনা গভীর রাতে,
ফেলে আসা স্মৃতি পাতায়
বিনিদ্র নিশি জেগে কাটাই।
Good Night
ধরণীর আঙিনায় যখন নামে রাত্রি
তখন আমি একলা পথে অন্ধকারের যাত্রী
কেউ আমার আপন নয় ছিলনা কোনো দিন
এখন আমি অনেক ভালো পুরোপুরি স্বাধীন
—suvo ratri~
Read More Bengali Sms in Bangla Font
- Bangla Love SMS Quotes Bengali Font Romantic Shayari Valobashar SMS
- Romantic Bengali Love SMS Bangla Valobasar Kobita Status Quates
- Bangla Friendship SMS Quotes Status Bondhu Kobita In Bengali font
- Bengali Sad Shayari | Bangla Sad SMS | Bangla Koster Kobita
- Bangla Sad SMS Bangla Koster Kobita SMS
- Bangla Status For Whatsapp Facebook In Bengali Font Messages