Bangla Friendship SMS Quotes Status Bondhutto Bengali Kobita

Home » Best Bangla SMS » Bangla Friendship SMS Quotes Status Bondhutto Bengali Kobita

It’s like every time We’ve brought some of New unique Bangla friendship sms (বন্ধুত্বের এসএমএস কবিতা) for you. With beautiful images of bangla Friendship quotes. There are many types of relationships in every man’s life among which the best one is friendship. In the friendship there no place for formalities. Friendship means nothing, It’s a feeling which can only be felt.

friendship day sms bengali, friendship sms quotes bangla,

Bengali friendship sms for friends

Through this post we are going to share best of 50+ fresh new bangla friendship sms in bengali languages, as like…

  • Bangla friendship sms quotes
  • friend (bondhu) poem in Bengali
  • bangla friendship romantic status
  • friendship caption in Benagli font
  • heart touching bangla friendship shayari
  • bondhu kobita bangla
  • best friend sms in bengali
  • friendship bangla photo wallpaper
  • friendship bangla sms status
  • friendship quotes in bangla

And you can Also get here bangla friendship sms 140 word, Seefriendship sms bangla, friendship caption in bengali, friendship status in bengali for facebook, bondhu kobita bangla, bengali friendship shayari download, priyo bondhu sms bangla, bengali friendship quotes images

Almost all the necessary things related to friendship day you can find here. For the reader’s convenience we are publishing these friendship day sms in Bengali font. As a result, Bengali-speaking people can easily understand these poems. And easily be able to share these happy friendship day messages with everyone.

50+ Friendship Bangla SMS In Bengali Font

তোমার আমার বন্ধুত্ত্ব হোক আরও নিবিড়
একসাথে চলবো পথ যতই হোক পথ গভীর
দুঃখ সুখের মাঝে রবো সদা মোরা মিলেমিশে
মন ভুবনে বাঁধবো বাসা একে অপরকে ভালোবেসে
·······happy friendship·······

বন্ধু মানে একটু চাওয়া অনেক খানি পাওয়া
ভোর সকালে পূব আকাশে ঊষার মিষ্টি ছোয়া
তোমার কথায় ঝরে পড়ে হাজার মনি মুক্ত
হাসি দিয়ে মন ভরাও দুঃখ করো রিক্ত
দুষ্টু হওয়ায় ছড়িয়ে পরা তুমি মন উদাসী গন্ধ
তুমি বন্ধু অনেক ভালো মাঝে মাঝে মন্দ
·······happy friendship ·······

Bangla Friendship SMS

সূর্য চন্দ্র গ্রহ তারা বন্ধু আমার আলোয় ভরা
ফুল পাখি নদী পাহাড় তোমার মনের কাটুক আঁধার
ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বাদল তোমার মুখ চাঁদের আদল
পলাশ বকুল কদম শিমুল তোমার বিরহে মন ব্যাকুল
·······happy friendship·······

ভালোবাসা আর বন্ধুত্ত্ব যদিও এক নয়
তবু তোমায় ভালবাসতে অনেক ইচ্ছে হয়
বন্ধু ছাড়া ভালোবাসা নীর হারা এক পাখি
নয়ন দুটি বন্ধ হলেই তোমার ছবি দেখি

বন্ধু তুমি আমার ঘরে সাঁঝ আকাশের বাতি
দুঃখ সুখের মাঝে তুমি মন ভোলানোর সাথী
দূর গগনে ছড়িয়ে থাক চন্দ্র ভরা রাতি
হৃদয় জুড়ে তুমি আমার শুক্লা পক্ষের তিথী
·······happy friendship·······

থাকবো পাশে বন্ধু সুজন
দুজন মিলে করবো কুজন
ভালোবাসার মায়ার বাঁধন
গড়বো মোরা সুখের কানন
·······happy friendship day·······

বন্ধু আমার পথের সাথী রোদ ঝলমলে আলো
তোমার পরশে মুছে গেছে সব অন্ধকারের কালো
আপন করে নিয়েছো তুমি করেছো আমায় ঋণি
পাশে যখন থাকি তুমি নিজেকে লাগে ধনী

Friendship sms quotes in bengali language with image

বন্ধু তোমার হৃদয়ের কান্না
চোখের মাঝে কখনও এনো না,
দুই নয়নে থাকে হাজার স্বপ্ন
দৃষ্টি ঝাপসা কোরো না।
চাওয়া থেকে যা পেয়েছ
ক্ষুদ্র সেতো ক্ষুদ্র নয়,
আর যা কিছু পেলেনা আজ
তা যেনো তোমার সত্যি হয়,
আঙুল গুনে লাভের হিসেব
মানব জনম চলে না,
জীবন তরীর মাঝি তুমি
কিনারা কখনও খুঁজো না।
Wishing You Very Happy Friendship

Bangla Friendship SMS Wishes

দেখে ধূসর সকাল তুমি ছেরণা হাল
বিকেলটা হবে রঙ্গীন,
বন্ধু আছি পাশে ছায়া হয়ে বিশ্বাসে
এই দিন আর প্রতিদিন।
~~ Happy Friendship ~~

এলো ফিরে আবার শ্রাবণ সন্ধ্যা
সুভাষ ছড়ালো রজনী গন্ধা,
বৃষ্টি ভেজা এই জীবনের উৎসবে
রয়েছে তোমার স্মৃতি জীবন অনুভবে,
সময়ের ব্যবধান বেড়েই চলে যায়
বন্ধু তুমি আজও আছো মনের আঙ্গিনায়।
~~~Happy Friendship ~~~

ভাবনার বারান্দায় ঝলমলে রোদ্দুর
আনমনে ছুয়ে যাও স্মৃতির সমুদ্রর
রঙিন স্বপ্ন কতো কি যে বলে যায়
বন্ধু তোমার মুখ সহজে কি ভোলা যায়

তোমায় নিয়ে সাজাবো এই মন
মিশে আছো ফুল ফাগুনে,
তোমায় নিয়ে আমার সব কবিতা
তুমি আমার জীবনে মরণে।
চাঁদের আলোর জোছনা তুমি
ভালো লাগার মৌসুমী হওয়া,
আমার হৃদয়ের বন্ধু তুমি
আমার সকল চাওয়া পাওয়া।
—— Happy Friendship ——

হাজার ঝড়ের মাঝে থাকবো পাশে পাশে
যাবনা কখনও হারিয়ে,
যত দূরে থাকি আসবো ছুটে ছুটে
হাজার বাধা ডিঙিয়ে।
~~wishe happy Friendship ~~

Best bangla friendship message and poem

বন্ধু কিছু কথা আছে বলবার
তোমার ও আছে জানি,
লম্বা সে গল্পঃ সময়টা অল্প
থেকে যায় কথা কাহিনী।
সম্পর্কের এই পথে
কথা হবে যেতে যেতে
স্বপ্ন ফেলোনা হারিয়ে,
হবেই সকাল কাটবে আঁধার
সূর্য ডাকবে দুহাত বাড়িয়ে।
***happy friendship***

বন্ধু দূরে তাকাও ওই দেখো সূর্যোদয়
আমি তোমার পাশে আছি পেওনা কোনো ভয়,
বন্ধু ফিরে এসো করোনা অভিমান
আমার সব স্বপ্নগুলো বোঝে তোমার প্রতিদান।

তোমার হাত ধরে বন্ধু
পথ আমি চলবো
ফুল গুলো রাখবো বুকে
সব কাঁটা পায়ে দোলবো,
দুঃখের কয়াশা ছুটে এলে
আশার আলো দেবো জ্বেলে
মঙ্গল সত্যের গানে বিশ্বাস
এনে দেবো তোমার প্রাণে।

তুমি বন্ধু জোছনা রাতে এক ফালি চাঁদ
আকাশ ভরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকা,
তুমি হলে শিশিরে ভেজা ঘাসের ডগায়
রঙ বাহারী ছবি আঁকা,
তুমি আমার আঙিনা আমার স্বপ্ন
আমার কাঁদা হাসা,
তুমি আমার বন্ধু আমার বিরহ
আমার একান্ত ভরসা।

বন্ধু তোমাকে বন্ধুর পথে পেলাম
আমি যে আমার নিজেকে আবার খুঁজে পেলাম,
নিজের মনের দরজার কাছে দাঁড়িয়ে
কতবার আমি খুঁজেছি পথ একই পথ হারিয়ে,
তুমি এলে তাই এগিয়ে চলার স্বপ্ন কুড়িয়ে পেলাম
বন্ধু আজ থেকে আমি তোমার হোলাম।

Bangla romantic friendship (bondutto) Shayari

মায়াবী জোছনায় দূর নীলিমায় যাবো হারিয়ে
যেখানে উরে পাখি আকাশের সীমানা ছড়িয়ে
চাঁদের দেশে পাখা মেলে যাবো ভেসে দূর গগনে
মিটি মিটি ওই তারার মতো বন্ধুত্ব পাতাবো দুজনে

বন্ধু এ কি মায়া তুমি জাগলে মনে
দেখি আমি তোমাকে শয়ণে স্বপনে,
থাকেনা মন আমার মনের ভিতর
তোমার তরে হয় ব্যাকুল আমার অন্তর।

তুমি তাকালে ওই চাঁদ নিজেকে লুকায়
তুমি হাসলে বন্ধু সূর্য্য লজ্জা পায়
তোমার সাথে চলে তারাদের আলোচনা
তোমায় নিয়ে বন্ধু আমার যত কল্পনা
ঘিরে থাকে আমার সর্বদা চারিপাশ
বন্ধু তুমি অজস্র দুঃখে আমার সুখের বসবাস

যদি তুমি বন্ধু হও তাহলে
তোমার হাতটা বাড়াও
তুমি যদি হতে চাও সঙ্গী তবে
আমার জীবনে জড়াও,
মন আকাশে তুমি যদি
চন্দ্র হয়ে আলো দাও
আমি হবো সূর্য তোমার
এই কথাটি জেনে নাও

চাইলে দেবো একটা আকাশ
তারায় তারায় এলো মেলো,
তোমার জন্য আনবো কিনে
বেলা শেষের বিকেল গুলো,
স্বপ্ন হবো চোখের কোণে
বাসবো ভালো আদরে
তোমায় শুধু জনম জনম
রাখবো আমার করে।

Friendship Caption in Bengali language

In this paragraph we will share the heart of the touching friendship bangla poems

বন্ধু তুমি দেখতে কেমন কোথায় তোমার ঘর
বন্ধু আমাকে আপন করে করে দিয়োনা পর,
ফেসবুকেতে তোমায় খুঁজি সারাদিন ধরে
তোমার বিরহে হৃদয় কাদে মন খারাপ করে।

চাঁদনী রাতে একলা বন্ধু এসো গোপনে
চুপি চুপি বলবো কথা তোমার কানে কানে,
চন্দ্র তারা সাক্ষী রেখে দেবো তোমাকে মন
আপন করে নেবো তোমাকে আমি সারাজীবন।

বন্ধু আমার মনের কথা বোঝেনা তো কেউ
তোমার বিরহ বুকের মাঝে ওঠে অজানা ঢেউ,
যেখানেই থাকি আমি তোমার কাছে ছুটে আসি
কেমন করে বলি বন্ধু তোমায় অনেক ভালোবাসি।

হাজার তারার আলোর মাঝে তুমি আমার আশা
হৃদয় মাঝে লুকিয়ে থাকা ছোট্ট ভালোবাসা,
তুমি আমার এলকা আঁকা রংতুলির ছবি
ভাবনা দিয়ে মোরা তুমি বিরহ দেশের কবি।

বন্ধু তুমি আছো কেমন জানতে ইচ্ছে করে
হাজার স্মৃতির মোরক এসে মনে বাঁসা গড়ে,
যেখানেই থাকো বন্ধু অনেক ভালো থেকো
আমায় যদি পরে মনে মেসেজ দিয়ে ডেকো,
দেবো সারা তোমার ডাকে বলবো অনেক কথা
ভাগ করবো তোমার সাথে সকল দুঃখ ব্যথা।

Bondhu Sms Bangla bondhutto kobita

একটা ছোট্ট পাখি উড়লো ডানা মেলে তোমার দেশে
হাল্কা রোদের ভেলায় গল্পঃ স্বপ্ন ছড়ায় ভালোবেসে
তুমি শুনেছ কি আমার মনের কথা একান্ত ভাবে
মন বলছে তুমি এবার কি আমার বন্ধু হবে ?
Subho bondhu dibosh

বন্ধু তোমার কথার সুর
শুনতে লাগে ভারী মধুর
ববলো তোমায় মনের কথা
তোমাকে সব বলা যায়
বন্ধু তোমার হাসি মুখ
দেখলে আসে মনে সুখ
আজ আমি তোমার হতে
হাত রেখে যাবো সাথে
ভালোবাসা আর কিছু নয়
*** শুভ বন্ধু দিবস ***

আকাশের সব তারা দেবো তোমায় এনে
ভালোবাসার সোহাগ দেবো মধুর লগনে
থাকবো ছায়া হয়ে তোমার পাশে পাশে
দুঃখ গুলো ভাসিয়ে দেবো নীল আকাশে

মেঘ হয়ে একলা একাশে অনেকটা পথ দিয়েছি পাড়ি
নিঝুম রাতে হয়ে ঘুমিয়ে পড়ি দিনের সাথে করে আরি
মন মাঝির নৌকা হয়ে মাঝ সমুদ্রে একলা ভাসি
বন্ধু তুমি বুঝবে কবে বলবে আমায় ভালোবাসি
Subho bondhu dibosh

কেটে যায় দিন ব্যস্ত শহরে
আমি একা ঝলসানো দুপুরে
তবুও হাতছানি দিয়ে কেনো চাস
ছায়া হয়ে পাশে হাত ধরে দারাস
অজানা এক পরশে মন ভরাস
বুঝতে পারিনা বন্ধু তুই কি চাস !

হাজার রকম বাইনা মনের মেটাই কেমন করে
অবুঝ মন বোঝেনা বোঝাই কেমন করে
দুই চোখেতে যায় না দেখা যায়না তাকে বাঁধা
ভালোবাসার পাকে পরে জীবন গোলক ধাঁধা
Subho bondhu dibosh

বন্ধু তুমি শুধু আমার
কখনও আলো কখনও আঁধার,
এমনি করেই রবো চিরজীবন
দুজন দুজনার,
দুঃখ সুখের কাল বৈশাখী
আনে যদি বয়ে ঝড়
হয়ত সেই ঝরে ভাঙতে পারে
আমাদের সাজানো ঘর,
তবু মোরা থাকবো সাথে
হবনা কখনও পর।
~~ শুভ বন্ধু দিবস ~~

Bangla Friendship Status for all friends

বন্ধু মানে প্রাণ খোলা গান
বন্ধু মানে নির্ভরতা,
বন্ধু মানেই সমান সমান
বন্ধু মানে অভিন্নতা।

বন্ধু আমি তোমার চোখের মাঝে
এক ফোঁটা স্বপ্ন দেবো এনে
বন্ধু তোমার ইচ্ছে গুলো
মনের মত সাজিয়ে দেবো

কখনও কোনো সীমান্তে
দূরের ওই নিলান্তে
তুমি কখনো ভুলে যেওনা
আমায় একা করে দিয়োনা
বন্ধু এই মন নদীর মত যেখানে স্রোত হয়ে
ভাসো তুমি অবিরত

বন্ধুত্বের এসএমএস কবিতা

বন্ধু তুমি রয়েছ আমার মনের ঘরে
সবার আগে তোমার কথা মনে পড়ে
বন্ধু তুমি সবার উপরে
তোমার কাছেই রাখতে পারি
আমার অধিকারের দাবি
মন খারাপ হলে
তোমার কথা ভাবি

বন্ধু তুমি ঝিক মিক তারার টিপ
বন্ধু আমার চিরসবুজ দ্বীপ
বন্ধু হলো চেনা চেনা অন্তরীপ
বন্ধু প্রিয় ফুলের ঘ্রাণ
বন্ধু সবার আনন্দিত গান
বন্ধু হলো দুঃখ দিনের প্রাণ

বিশ্বাস আছে বলে
তোমায় বলি নিজের যত কথা
জানি তুমি বুঝে নেবে
আমার সরলতা
বন্ধু তুমি যেথায় থাকো
আমাই যেওনা ভুলে
জীবন খুঁজে পেয়েছে
দিশা তুমি আছো বলে

বন্ধু আমার ছোট্ট বেলার হৈইচই
বন্ধু আমার বকুল ফুল কই
বন্ধু মানে এই ভাব এই আরি
বন্ধু মানে একটু আধটু বারাবারি
বন্ধু তবু বন্ধুই থাকে
সময়ের ব্যবধান ছোয়না তাকে
দেখা হলে চেনা নামে
চেচিয়ে ডাকে বন্ধু
*** happy friendship ***

Friendship sad sms bangla

বন্ধু আমার বিদায় বেলায় একটি বার যাবো ডেকে
সোনা ঝড়া সন্ধ্যা বেলায় স্মৃতি খানি যাবো রেখে
সুখের তরী বাইবে যখন কাটবে সুখে দিবস রতি
হোয়ত তুমি ভুলেই যাবে কেউ ছিল তোমার সাথী

বন্ধু হাতটি ধরো কথা হবে যেতে যেতে
যত দুঃখ ভরা কথা আছে দুজনার মনেতে
ভাসিয়ে দেবো আজ বেদনার স্রোতে
এটুকুই শুধু চাও এই ছোট্ট জীবনেতে
***happy friendship ***

হৃদয়ের হয় যদি দেওয়া নেওয়া
কেটে যাবে তবে কষ্টের হওয়া
জীবনের পথে আমি বড়ো একা
তোমার চোখে হবে নীল আকাশ দেখা

সেদিনের কথা গুলো পড়ে শুধু মনে
কতো কবিতা লিখেছি তোমার স্মরণে
পর শুধু ভেবে গেলে আমাকে তুমি
তোমাকে বোঝাতে গিয়ে শুধু হারমানি
*** happy friendship ***

ক্ষমা করে দিস বন্ধু তোরা
কোনো দিন যদি ভুলে যায়
ভেবে নিস তোদের বন্ধু এই
পৃথিবীতে আর নাই

friendship sms bangla new

ভালোবাসায় ভরিয়ে দেবো মনে আছে বাসনা
দূরে দূরে থাকো কেনো বন্ধু কাছে সরে আসনা
হৃদয় আমার ফাঁকা আছে এসো ভ্রমর হয়ে
ভালোবাসার দুষ্টুমিতে মন দেবো রাঙ্গিয়ে
***happy friendship ***

Friendship Day SMS Wishes Bangla


পৃথিবীর সোভা ফোটে
জীবন কিরণে মেতে যায়
সেদিনও তুমি থাকবে মনের আঙ্গিনায়
বাঁধবো তখন সুখ দুঃখের জীবন

একদিন চাঁদনী চাঁদকে বললো
তুমি কেনো একা জেগে এমন জোছনায়
চাঁদ বলে আমি একা আমার কোনো বন্ধু নাই
***happy friendship ***

বন্ধু তুমি থেকো সুখে
নতুন আশা নিয়ে বুকে
ইচ্ছে ফানুস মেলুক্ পাখা
নাইবা হলো সঙ্গে থাকা
দূর থেকে পাঠিয়ে দিমাল
মিষ্টি ভালোবাসা

অবুঝ প্রাণের কুঁড়ি সুখিয়ে ছিল
তোমার ছোয়া তাকে জাগিয়ে দিলো
জীবনে এলো আমার খুশির সময়
বন্ধু তুমি চোখ দিয়ে ছুঁয়েছ হৃদয়
*** happy friendship ***

বন্ধু তুমি আমার আমি তোমার
মোরা এক ডালে দুই ফুল
তোমার আমার বন্ধুত্বে
নেই কোনো ভুল
মনে আমার আছে বন্ধু
অনেক ছোট্ট আশা
তোমায় নিয়ে ঘর সাজাবো
হবে সুখের বাসা

ভালোবাসায় ভরিয়ে দেবো মনে আছে বাসনা
দূরে দূরে থাকো কেনো বন্ধু কাছে সরে আসনা
হৃদয় আমার ফাঁকা আছে এসো ভ্রমর হয়ে
ভালোবাসার দুষ্টুমিতে মন দেবো রাঙ্গিয়ে
***happy friendship day***

  • প্রিয় পাঠক পাঠিকা আমাদের লেখা এই বন্ধুত্বের এস এম এস ও কবিতা গুলো যদি মন স্পর্শ করে কমেন্ট ও সেয়ার করতে ভুলবেন না।  ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।

4 thoughts on “Bangla Friendship SMS Quotes Status Bondhutto Bengali Kobita”

  1. Golammostafa laskar

    very very very very very very very very very very nice 💓💓💓💓💓

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top